করোনায় বিএনপি নেতা ও স্কয়ার’র আইসিইউ প্রধানের মৃত্যু

    0
    231

    ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

    আজ রোববার রাত পৌনে ৯টায় গুলশানের শাহাবউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, করোনায় আক্রান্ত আহসান উল্লাহ হাসানকে রোববার দুপুরে শাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সেখানেই তিনি মারা যান। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। তিনিও শাহাব উদ্দিন মেডিকেলে ভর্তি আছেন। তার দুই ছেলে সুস্থ আছেন।

    মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক জানান, দুইদিন আগে আহসানউল্লাহ হাসানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ফল আসে। রাজধানীতে কোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে আশুলিয়ার মশুরিখোলায় গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে শনিবার কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয়। কুয়েত মৈত্রী হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা না থাকায় তাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে নেয়া হয়। পরে রোববার সকালে তাকে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    রাজ্জাক বলেন, আইসিইউ ও ভেন্টিলেটরের জন্য রাজধানীর ছোট-বড় সব হাসপাতালে আমরা গত দুইদিন হন্যে হয়ে ঘুরেছি। কোথাও চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি।

    আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    একাদশ নির্বাচনে আহসানউল্লাহ হাসান ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। এছাড়া তিনি টানা তিন দফায় ঢাকা সিটি করপোরেশনে মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার ছিলেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

    এদিকে, রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ-এর প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন (৬৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ বিকেল ৪টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. মির্জা নাজিম উদ্দিনের গত একমাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

    তিনি একজন সিনিয়র কনসাল্ট্যান্টের পাশাপাশি স্কয়ার হাসপাতালের পরিচালকদের একজন ছিলেন। ডা. মির্জা নাজিম উদ্দিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনেরও (বিএমএ) একজন সদস্য ছিলেন।

    তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

    বিএমএ-এর তথ্যানুসারে, এ নিয়ে সারাদেশে করোনাভাইরাসে ১৮ জন চিকিৎসকের মৃত্যু হলো।পার্সটুডে