কমলগঞ্জ বাজারের আয়ের ৪ শতাংশ মুক্তিযোদ্ধাদের অনুদান

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২জুন,শাব্বির এলাহী:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হাট বাজারের আয়ের চার শতাংশ থেকে ২০ জন মুক্তিযোদ্ধাকে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করা হয়।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ রসময় মোহান্ত, কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমিন তরফদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরজিত কুমার পাল, ডেপুটি কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মুক্তিযোদ্ধারা সরকার ঘোষিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত মাসিক ভাতা পাচ্ছেন। তারপরও কমলগঞ্জের বিভিন্ন হাট বাজারের আয়ের চার শতাংশ থেকে অস্বচ্ছল ২০ জন মুক্তিযোদ্ধাকে ৩ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তিনি আরও বলেন, একটু উদ্যোগী হয়ে চাইলে এভাবে মুক্তিযোদ্ধাসহ অসহায়দের অনুদান প্রদান করতে পারব।