কমলগঞ্জ বিজয় দিবসে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবী

    0
    240

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বর,শাব্বির এলাহীযথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানসুচীর আয়োজন করে। দুপুরে কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়  মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-প্রাবন্ধিক অধ্যক্ষ রসময় মোহাšত,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা নীহার রঞ্জন নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন (অব:) সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল দাশ, রিয়াজ উদ্দিন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমুখ।

    এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসুচী পালিত হয়। বিজয়ের ৪৩ তম বার্ষিকী উপলক্ষে উপজেলার শমশেরনগর, মুন্সীবাজার, পতনঊষার, রহিমপুর, আদমপুর, আলীনগর, মাধবপুর, ইসলামপুরে বিভিন্ন কর্মসুচী পালিত হওয়ার খবর পাওয়া গেছে।