কমলগঞ্জ পরিত্যক্ত মালবাহী বগি থেকে চোরাই সেগুন উদ্ধার

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ফেব্রুয়ারী,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলার ভানুগাছ রেলষ্টেশনের পরিত্যক্ত রেলের মালবাহী দু’টি বগি থেকে ১৩ টুকরো চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনবিভাগের লোকজন এসব সেগুন কাঠ উদ্ধার করা হয়।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের পরিত্যক্ত রেলের দু’টি মালবাহী বগিতে অভিযান চালিয়ে ১৩ টুকরো সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্দারকৃত ১৮.৬১ ঘনফুট কাঠের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে জানা যায়।

    উদ্ধারকৃত কাঠ জব্দ করে বনরেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা মামুন আল আমান মো: মালেকুজ্জামান রেল কামরা থেকে চোরাই সেগুন কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন আইনে মামলা করা হবে।