কমলগঞ্জ গণ গ্রন্থাগারের শুভ উদ্বোধন

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮আগস্ট,শাব্বির এলাহী:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে নবনির্মিত কমলগঞ্জ গণ গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণ গ্রন্থাগারের শুভ উদ্বোধন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও  গণ গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ গণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে কেক কেটে কমলগঞ্জ গণ গ্রন্থাগারের শুভ সুচনা করেন উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

    প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেন, শিক্ষার মাধ্যমে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। ১৯৭২ এর সংবিধানের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পাঠাগার নির্মাণ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। সেই ধারাবাহিকতা সারাদেশে পাঠাগার নির্মাণ হয়েছে। তিনি বলেন, কমলগঞ্জের পাঠাগার সব সময় খোলা রাখতে হবে। পাঠক বাড়াতে হবে। নিয়মিত চলতে হবে। পাঠাগারের মাধ্যমে জ্ঞান চর্চার মাধ্যমে সাফল্য বয়ে আনবে। অবসর সময়ে সকলের জন্য উন্মুক্ত এ পাঠাগার কমলগঞ্জের জন্য মাইলফলক বয়ে আনবে।

    উল্লেখ্য, ২০১২ সালের ১২ জুলাই কমলগঞ্জ উপজেলা এলজিইডির অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ শহীদ মিনার সংলগ্ন এলাকায় কমলগঞ্জ পাবলিক লাইব্রেরীর নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়।