কমলগঞ্জে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ডিসেম্বরঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচটি ক্যাটাগরীতে অসামান্য অবদানের স্বীকৃতিসরূপ ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সংর্বধনা প্রদান করা হয়েছে।

    কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বুধবার বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে বিলকিস বেগম, আরিনা বেগম, রীতা রানী সাহা, তম্বা সেনা সিনহা, ও মুন্না মিত্রকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদের স ালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার লিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেবাশীষ চৌধুরী,  কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী, প্রধান শিক্ষক সুজিতা সিন্হা, সৌদামিনী শর্ম্মা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিলকিস বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রক্ষাকারী নারী মুন্না মিত্র  ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রীতা রানী সাহা। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ৫ সফল নারীকে ক্রেষ্ট ও সনদপত্র এবং ইউনিয়ন পর্যায়ে ৩ জন সফল নারীকে সনদপত্র প্রদান করা হয়।
    কমলগঞ্জ উপজেলায় ৫ জন নারী যেসব ক্ষেত্রে অবদান রেখেছেন তাঁরা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিলকিছ বেগম, সফল জননী তম্বী সেনা সিনহা, অর্থনৈতিক ক্ষেত্রে রীতা রানী সাহা, নির্যাতিত বিভীষিকা মুছে আরিনা বেগম, সমাজ উন্নয়নে মুন্না মিত্র। ইউনিয়ন পর্যায়ে ৩ জন নারী অর্থনৈতিকভাবে ফাতেমা বেগম, সমাজ উন্নয়নে বকুল বেগম ও নির্যাতিত বিভীষিকা মুছে সাফিয়া বেগম।