কমলগঞ্জে ৫দিনব্যাপী ঝুলনযাত্রা

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭আগস্ট ,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে ৫দিনব্যাপী শ্রীশ্রীরাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের শুরু হয়েছে। আলীনগর চা বাগানের সনাতনী চা শ্রমিক ঝুলনযাত্রা উদযাপন কমিটির আয়োজনে ২৫ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত ১২টায় একাদশী পূর্নিমা তিথিতে  স্থানীয় নাচঘর চত্তরে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের শুরু হয়।

    আয়োজকরা জানান, এবার এই চা বাগানে ৬৪তম ঐতিহ্যবাহী ৫ দিনব্যাপী শ্রীশ্রীরাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব চলবে ২৯ আগষ্ট শনিবার শনিবার শুভ পূর্নিমা তিথি পর্যন্ত। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ এই উৎসবে যোগ দিবেন। শ্রীশ্রীরাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব উপলক্ষে কয়েকদিন আগ থেকে উৎসব স্থলের সামনের প্রাঙ্গনে বিশাল মেলা বসেছে। ঝুলনযাত্রা উৎসবে নানা বর্ণ ও ধর্মের লোক সমাগম হবে বলে আয়োজকরা জানান। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হক জানান, আলীনগর চা বাগানের বহু প্রাচীন এই উৎসবে সীমিতি লোকবলের মাঝেও সার্বক্ষনিক পুলিশি নিরাপত্তা থাকবে।