কমলগঞ্জে ৩ দিনের সফরে প্রধান বিচারপতি এস, কে, সিনহা

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মে,শাব্বির এলাহী: বাংলাদেশের প্রধান বিচারপতি এস, কে, সিনহা (সুরেন্দ্র কুমার সিনহা) ৩ দিনের সফরে এখন নিজ জন্মভূািম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবস্থান করছেন। তিনি ৭ মে থেকে ৯ মে পর্যন্ত মৌলভীবাজার জেলা সফর করবেন। শুক্রবার তিনি ঢাকার সরকারী বাসভবন থেকে সড়কপথে রওয়ানা হয়ে সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলাধীন তিলকপুর গ্রামের নিজ বাড়িতে এসে পৌছেন। আজ ৮ মে শুক্রবার সকাল ১০টায় এলজিইডির অর্থায়নে রানীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

    এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ অনুরোধ জানিয়েছেন। আগামীকাল শনিবার সকাল ৮টায় তিনি সড়কপথে আবার ঢাকায় চলে যাবেন বলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ থেকে প্রেরিত সফরসুচী থেকে জানা যায়।