কমলগঞ্জে ৩বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি

    0
    231

    আমারসিলেট24ডটকম,১৫মার্চ,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে বিএনপি। বিগত উপজেলা নির্বাচনে কমলগঞ্জ উপজেলা পরিষদের ৩টি পদই বিএনপির দখলে ছিল। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী থাকায় এ আসনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেই সাথে বিএনপি তথা ১৯ দলের শরীক দল জামায়াত ইসলামীও ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোহাম্মদ হোসেন কুটি (চশমা),  উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: আবুল হোসেন (টিয়া পাখি) ও আদমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আদমপুর ইউপি সদস্য  জাহাঙ্গীর মুন্না রানা (উড়োজাহাজ)। অপরদিকে জামায়াতের ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন (বই)।

    এ উপজেলায় বিএনপি পৃথকভাবে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য বৈঠক করে একক প্রার্থী ঘোষণার চেষ্টা করে  ব্যর্থ হলে লটারীর আশ্রয় নেন, লটারীতে জাহাঙ্গীর মুন্না রানা’র নাম উঠলেও অন্য প্রার্থীরা তা মেনে তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। ফলে বিদ্রোহীর কবল থেকে পুরোটা মুক্তি পায়নি কমলগঞ্জ বি,এন,পি,। ফলে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি’র ভোট সমুহ ৩ প্রার্থীর প্রতীকে পড়বে। অপরদিকে জামায়েত ইসলামী ভোট যুদ্ধে কোন ছাড় দিতে নারাজ। জামায়াত ইসলামী ছাড়াও নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হয়েছেন হেফাজত নেতা মাও: নুরুল মোত্তাকিম জুনাইদ (মাইক)। এদিকে আওয়ামীলীগ থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিদ্দেক আলী (তালা)-কে একক প্রার্থী দিয়েছে আওয়ামীলীগ।

    এছাড়া উপজেলা সিপিবির সম্পাদক কমরেড সাইফুর রহমান (জাহাজ), আল ইসলাহ নেতা হাফেজ এম, এ, ওহাব (বাল্ব) ও চা শ্রমিক নেতা গোপাল নুনিয়া (টিউবওয়েল) প্রতিদ্বন্দিতা করছেন। ফলে কমলগঞ্জে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ নিয়ে বিএনপি বেশ বিপাকে রয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রতিদ্বন্দিতা করছেন।