কমলগঞ্জে ১১৮টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

    0
    248

    আমারসিলেট 24ডটকম,০৮অক্টোবর,শাব্বির এলাহী:মৌলভীবাজারের কমলগঞ্জে ১১৮টি সার্ব্বজনীন পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। হিন্দু সম্প্রদায়ের এ প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে কমলগঞ্জ উপজেলায় সরকার ৫৫ মে.টন চাল বিতরণ কর্রেছে। মণ্ডপে মণ্ডপে চলছে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এসব পূজা অনুষ্ঠিত হবে।কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর লাল সাহা ও সাধারণ সম্পাদক মধূসুদন পাল জানান, প্রতিবারের মতো এবারও আড়ম্বরপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে। এজন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। এবার কমলগঞ্জ উপজেলায় ২০ টি ব্যক্তিগত মণ্ডপএবং ১১৮ টি সার্ব্বজনীন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ এ উৎসবটি। সংগ্রহ করা হচ্ছে পূজা অর্চনার সকল উপকরণ। তাই প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরিতে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।আর কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজাকে সামনে  রেখে সারা দেশের ন্যায় উপজেলায় পূজার প্রস্তুতি চলছে পুরোদমে। পূজাকে সামনে রেখে তৈরি হয়েছে মণ্ডপ, চলছে প্রতিমা তৈরির কাজ। এবার উপজেলার ১১৮ টি সার্ব্বজনীন পূজা মণ্ডপে চলছে প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কমলগঞ্জ উপজেলায় এবারের শারদীয় দূর্গোৎসবে সরকারীভাবে ৫৫ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের জন্য ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নির্বিঘেন পূজা পালন করতে সবার সহযোগিতা কামনা করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ নীহার রঞ্জন নাথ জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতার মোকাবেলায় প্রস্তুত রয়েছে কমলগঞ্জ পুলিশ প্রশাসন।