কমলগঞ্জে হরিণ জবাই করে মাংস ভাগাভাগি

    1
    260

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬জুন,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে লোকালয়ে বেরিয়ে আসা ১টি হরিণ জবাই করে মাংস ভাগাভাগি করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী ও ইউপি সদস্যের উপস্থিতিতে কমলগঞ্জ থানার এক উপ-পরিদর্শক জবাইকৃত হরিণের কিছু মাংস উদ্ধার করে জব্দ করেছে। শনিবার (৬ জুন) সকাল ৭ টায় মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হরিণ জবাই করে মাংস ভাগাভাগি ও সামান্য মাংস জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, তাও সম্ভব হয়েছে সংবাদকর্মীদের সহায়তায়। এখন জব্দকৃত হরিণের মাংস পশু জবাই ও নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২২ ধারায় তা বিনষ্ট করে মাটির গের্ত পুতে ফেলা হবে। এজন্য রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা মালেকুজ্জামানকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এ দিকে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্যপ্রাণী) মনিরুল ইসলামও জানান, হরিণের মাংস উদ্ধারের বিষয়টি প্রাথমিকভাবে থানার পুলিশ অস্বীকার করেছেন।

    বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) সিলেট শাখার সম্পাদক আব্দুল করিম বলেন, বন্যপ্রাণী শিকার ও জবাই করা দন্ডনীয় অপরাধ। আর শনিবারের কমলগঞ্জে হরিণ ধরে জবাই করার বিষয়টিতে পুলিশের দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যায়। এ জন্য পুলিশ উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্তক্রমে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা উচিত। তা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না। উল্লেখ্য, কমলগঞ্জে নিয়মিত বনের হরিণ শিকার করে জবাই করার মত ঘটনা ঘটলেও বন বিভাগ ও পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করেন।