কমলগঞ্জে সমবায়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট

    0
    440

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১অক্টোবর,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা কৃষি হলরুমে উপজেলার ৫ টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৫ জন সদস্যের অংশগ্রহনে এক ভ্রাম্যমান প্রশিক্ষণ সম্পন্ন হয়।

    উক্ত প্রশিক্ষণে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দিন আহমদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক জবা রানী নাথ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় পরির্দশক মো. মিনার আলী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আর কে সোমেন প্রমুখ। প্রশিক্ষণে বসতবাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ, কৃষি যন্ত্রপাতির প্রয়োগ বিধি, হাঁসমুরগী ও গবাদি পশুপালন এবং মৎস্য চাষের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।