কমলগঞ্জে ‘সফাত আলী ডিগ্রি মাদ্রাসা’র শিক্ষক মাওলানা আব্দুল করিমের ইন্তেকাল

0
517

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান “সফাত আলী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা”র সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মোঃ আব্দুল করিম (যুবরাজ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।তিনি মুফতি হুজুর নামেও পরিচিত ছিল।

শুক্রবার দিবাগত রাত (শনিবার ২৬ নভেম্বর) আড়াইটায় কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।তিনি ডায়াবেটিকে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র ও ১ কন্যাসহ আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়,কর্মজীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ছিলেন এবং কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন।

শনিবার বিকাল ৩টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
সাফাত আলী ডিগ্রী মাদ্রাসায় কর্মরত সহকর্মীদের সাথে কথা বলে জানা যায় তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।