কমলগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারী,শাব্বির এলাহী: যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালিত হয়। শনিবার ভোর সাড়ে ৬টায় কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে প্রভাত ফেরী বের হয়ে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

    এরপর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. বদরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, ও কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।