কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় মতবিনিময়

    0
    391

    লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বনজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪আগস্ট,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে কর্মরত বেসরাকারি সংস্থা ক্রেলের বিভিন্ন কার্যক্রম নিয়ে কমলগঞ্জে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভানুগাছ চৌমুহনাস্থ গ্রামের বাড়ি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় ক্রেলের বিভিন্ন কার্যক্রমের ওপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। ক্রেলের উদ্যোগে ও এইএসএইড’র অর্থায়নে আয়োজিত সভায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অভয়ারন্য ও জাতীয় উদ্যান কর্ম এলাকার বিভিন্ন দিক নিয়ে প্রকল্প সর্ম্পকে বিভিন্ন কাজ উপস্থিত সাংবাদিকদের মাঝে অবহিত করেন ক্রেল এর আ লিক সমন্বয়কারী কর্মকর্তা  মাজহারুল ইসলাম জাহাঙ্গীর।

    ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস এন্ড লাইভলিহুড (ক্রেল) আয়োজিত সাংবাদিকদের সাতে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনজ সম্পদ অবাদে চুরি হচ্ছে। গাছগাছালি চুরির ফলে বন্যপ্রাণী খাদ্যাভাবে লোকালয়ে চলে এসে অনেক সময় মারা যাচ্ছে। বনভূমি চলছে জবর দখল। বনভূমিতে গড়ে উঠছে লেবু আনারস বাগান। উদ্যানের পার্শ্ববর্তী একটি গ্রামকে প্রতিরোধ করতে পারলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনজ সম্পদ রক্ষা সম্ভব হবে। এগুলো প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রজেক্টরে উপস্থাপিত নানা প্রকল্পের উপর সাংবাদিকরা বলেন, বনা ল রক্ষায় যতসব কমিটি গঠন করা হয়েছে তার প্রতিটিতে অসাধু লোকজন রয়েছে। ক্রেল এর আ লিক সমন্বয়কারী মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, তারা বলেন সংরক্ষিত লাউয়াছড়া বন এলাকা আগের তুলনায় অনেকাংশে ভালো রয়েছে। বনে পর্যটকদের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। জনবল সংকটের কারণে অনেক সময় গাছ চুরি রোধ করা সম্ভব হচ্ছে না। এব্যাপারে সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের জনগণের সচেতনা বৃদ্ধি ও কমলগঞ্জের সংবাদকর্মীদের সহযোগিতা প্রয়োজন। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বলেন, অচিরেই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করে বনা ল রক্ষায় কি করণীয় ও কারা অসাধু সে সম্পর্কে পরামর্শমূলক কথা শুনে ব্যবস্থা গ্রহন করেন।

    কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও ক্রেলের সাইট অফিসার মো. আশরাফুল ইসলামের স ালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, শাহীন আহমেদ, নুরুল মোহাইমিন মিল্টন, মোস্তাফিজুর রহমান, এম, এ, হামিদ, মো. সানোয়ার হোসেন প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, সাংবাদিকদের অবস্থান থেকে ভাল-মন্দ দুটি বিষয়ই গনমাধ্যমে তুলে ধরা উচিৎ। ক্রেলের কাজের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় সকলকে আরো সচেতন হতে হবে।

    মতবিনিময় সভায় যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমদ আফরোজ, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, যুগভেরী প্রতিনিধি বিশ্বজিৎ রায়, আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, ভোরের কাগজ প্রতিনিধি অলক দেব, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সংগ্রাম প্রতিনিধি কামরুল হাসান মারুফ, আমাদের অর্থনীতি প্রতিনিধি সোহেল রানা, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, সিলেট বাণী প্রতিনিধি এম, এ, মুক্তাদির, বেতার প্রতিনিধি রাজকুমার সৌমেন্দ্র সিংহ, যোগাযোগ প্রতিনিধি আসহাবুর ইসলাম শাওন, নবরাজ প্রতিনধি সুমন আহমদ, শিরীন শিলা সহ ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।