কমলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

    0
    275

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬অক্টোবরঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক ও ভানুগাছ পৌর বাজার বণিক সমতিরি সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক মরহুম সৈয়দ মখলছিুর রহমান এর নামাযের জানাযা আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ পৌর এলাকার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ঈদগাহ মাঠে তাঁর অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ব্যবসায়ী নেতৃবৃন্দরা ছাড়াও মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

    জানাযার নামাজের পূর্বে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সানোয়ার হোসেনের পরিচালনায় মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়াম্যান মো. সিদ্দেক আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার,  এড: এএসএম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সমাজসেবক শফিকুল ইসলাম সুফি, পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে সৈয়দ মিজানুর রহমান সোহেল প্রমুখ। ঢাকায় জরুরী কাজের জন্য জানাযার নামাজে আসতে না পারায় মুঠোফোনে বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।

    জানাযার পূর্বে তাঁর মরদেহ জাতীয় পতাকা দিয়ে ঢেকে উপজেলা প্রশাসনের পক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কমলগঞ্জ পৌরসভার রামপাশা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজসহ কমলগঞ্জ উপজেলাব্যাপী গভীর শোকের ছায়া নেমে আসে।

    ঢাকা থেকে মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমানের মরদেহ কমলগঞ্জ এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিকাল ২টায় তাঁর মরদেহ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ঈদগাহ মাঠে নেয়া হলে সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি’র পক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর উপজেলা পরিষদ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতি, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা, জনতা ব্যাংক ভানুগাছ শাখা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুতে ভানুগাছ পৌর বাজার বণিক সমিতি ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার বিকাল ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘন্টা ভানুগাছ বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাজারের সাধারণ ব্যবসায়ীরা বুকে কালো ব্যাজ ধারণ করা ছাড়াও প্রতিটি দোকানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালো পতাকা উত্তোলন করা হবে।

    বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতা সৈয়দ মখলিছুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। এছাড়া শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী, কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, কমলঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ, কমলকুঁড়ি, চা মজদুর, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সমকাল সুহৃদ সমাবেশ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটি, ব্যাংকারস ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডায়বেটিক ও কিডনি রোগে ভোগার পর কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক ও ভানুগাছ পৌর বাজার বণিক সমতিরি সাধারণ সম্পাদক সৈয়দ মখলছিুর রহমান (৬৭) গত ৫ অক্টোবর সোমবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে সময় ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করনে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর শুক্রবার বাদ আছর মরহুমের বাসভবনে এক মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।