কমলগঞ্জে মিলাদুন্নবীর মিছিলে অতর্কিত হামলায় আহত-২

    0
    367

    হামলাকারী সন্ত্রাসী এখনো ধরা ছুঁয়ার বাইরে

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩ডিসেম্বর,নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জশনে জুলুস ঈ’দে মিলাদুন্নবীর মিছিল চলা কালিন সময়ে মিলাদুন্নবী বিরোধী এক সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে ক্ষুর দিয়ে এলোপাতারি আঘাত করে চাচা ভাতিজা দুইজনকে  মারাক্তক আহত করে।আহতরা জেলা সদর হাস্পাতালে চিকিৎসাধীন।

    স্থানিয়দের সুত্রে ঘটনার বিবরণে জানা যায়,আহলে সুন্নাত ওয়াল জামাত কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার সাড়ে ১১ টার দিকে পবিত্র জশনে জুলুসে  অংশ গ্রহণকারী মোঃ রমজান আলী (২৪) পিতা মৃত  আলি আকবর গ্রাম ছাতক ছড়া সদর ইউপি কমলগঞ্জকে এবং  তার সাথে অপর আহত আমির হোসেন (১৫) পিতা সেলিম মিয়াকে দেশিয় ধারালো অস্র দিয়ে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদুন্নবী  বিরোধী  বাটটি করিমের ছেলে আব্দুস সামাদ (২৬)  অতর্কিত হামলা চালিয়ে ক্ষুর দিয়ে এলোপাতারি আঘাত করে। মিছিলকারীরা জানান, মিছিলে চলন্ত সিএনজিতে প্রথমে ভাতিজা  আমিরকে দুটি  আঘাত করলে আমির চিৎকার শুরু করে, শ্লোগানের আওয়াজে সবাই শুনতে না পেলেও এমন সময় একটু দূর থেকে তার চাচা রমজান ভাতিজার কণ্ঠ শুনতে পান এবং তার আক্রমন থেকে বাঁচাতে দৌড়ে কাছে গেলে তাকেও সন্ত্রাসি আব্দুস সামাদ কয়েকটি আঘাত করে।এতে  রমজান আলি গলায়,বুকের বাম পাশে ধারালো অস্রের আঘাতে মারাক্তক জখম প্রাপ্ত হয়। মারাক্তক আহত দুইজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।হামলাকারী সন্ত্রাসী ও তার মদদদাতাকে গ্রেফতার করে শাস্তির  দাবী জানান এলাকার সচেতন মহল।

    এদিকে কমলগঞ্জ থানার এস আই চুম্বককে সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।