কমলগঞ্জে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক বিষয়ক মতবিনিময়

    0
    261

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬মে,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের আয়োজনে পক্ষাঘাত গ্রস্থদের পুনঃর্বাসন কেন্দ্র (সিআরপি) ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া অবহেলিত নারীদের তাদের কর্মের মূল্যায়নের মাধ্যমে এগিয়ে নিতে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তারের সভাপতিত্বে ও সিআরপির মৌলভীবাজার জেলা সমন্বয়ক মোঃ গিয়াস উদ্দিনের স লনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি।

    উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি কয়েছ আহমদের স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআরপি’র প্রকল্প সমন্বয়কারী মোশারফ হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা অফিসার সরজিৎ কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ, সমাজসেবক ডা. আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, শিক্ষিকা তাহমিনা সুলতানা, এসএমসি সভাপতি সবির উদ্দিন চৌধুরী, বিআরডিবি’র ফিল্ড সুপারভাইজার মো. শাহ আলম, দৃষ্টি প্রতিবন্ধি আব্দুল আজিম প্রমুখ।

    মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও প্রতিবন্ধী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।