কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা পরীক্ষা

    0
    193

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩অক্টোবর,শাব্বির এলাহী: মৌলভীবাজার কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৩ ও ২৪ অক্টোবর ২দিনব্যাপী বিএমইটি মেধা পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার(২৩অক্টোবর) সকাল ৯টায়।বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট(বিএমইটি)আয়োজনে তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ে অনুষ্টিত এ পরীক্ষায় অংশ নেয় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম,৮ম ও ১০ম শ্রেণীতে অধ্যয়নরত ১৮৬জন মণিপুরী মুসলিম শিক্ষার্থী।

    প্রথম দিন পরীক্ষা পরিদর্শন করেন প্রখ্যাত জিন বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিত সিনহা,কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম,আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইঁয়া প্রমুখ।

    বিএমইটি সভাপতি মোঃ আমজদ আলী ও সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন জানান,বাংলা,গণিত,ইংরেজী ও বিজ্ঞান বিষয়ে বিএমইটি মেধা পরীক্ষা সকাল ৯.৩০মিঃ থেকে দুপুর ১২.৩০মিঃ এবং বেলা ১.৩০মিঃ থেকে বিকাল ৪.৩০মিঃ পর্যন্ত দুই বেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    কেন্দ্র সচিব ও তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন ,হল সুপার শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও প্রশ্নপত্র সমন্বয়কারী শিক্ষক শাহাবউদ্দিন জানান,২০০২ইং সাল থেকে বিএমইটি মেধা পরীক্ষা অনুষ্টিত হয়ে আসছে।