কমলগঞ্জে মণিপুরী বৈষ্ণব সম্মিলনী অনুষ্ঠিত

    0
    245

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর  : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা দক্ষিণ মন্ডপে গত শনিবার “মণিপুরী বৈষ্ণব সম্মিলনী- ২০১৩” অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সম্মিলনীর উদ্বোধন শেষে সকাল সাড়ে ৯টায় শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী মণি মোহন চ্যাটার্জ্জী, শ্রী রতনমণি শর্ম্মা ও শ্রী প্রভাত শর্ম্মা। বেলা ২টায় শ্রীশ্রীরাধাগোবিন্দের ভোগরাগ ও প্রসাদ সেবা এবং প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টাররিলিজিয়ান কাউন্সিল ফর পিস অ্যান্ড জাস্টিস এর চেয়ারম্যান  শ্রী সঞ্জীব চৌধুরী ।

    এই পর্বে ‘গৌড়ীয় বৈষ্ণবধর্ম ও মণিপুরী সমাজ’ বিষয়ে নির্ধারিত আলোচক  ছিলেন শ্রী হেমন্ত কুমার সিংহ কাব্যব্যাকরণ পুরাণতীর্থ, শ্রী চন্দ্রকুমার সিংহ এবং ভারতের ত্রিপুরার শ্রী প্রতীম সিংহ। ‘শ্রী শ্রী গৌরতত্ত্ব’ বিষয়ে আলোচনায় অংশ নেন মাসিক শ্রীগৌরবাণী পত্রিকার সম্পাদক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব স্টাডিজ, বাংলাদেশ এর মহাসচিব শ্রী কিশোরীপদ দেব শ্যামল। ‘শ্রী শ্রী কৃষ্ণতত্ত্ব’ বিষয়ে আলোচনা করেন মহাপ্রভুর ৫০০তম সন্ন্যাসলীলা উদযাপন পরিষদ, মৌলভীবাজার এর সাবেক সভাপতি শ্রী শ্রী প্রভুপাদ নিরঞ্জন গোস্বামী। ‘বৈষ্ণবরসাশ্রিত মণিপুরী নৃত্য ও রবীন্দ্রনাথ’ বিষয়ে আলোচনা করেন ভারতের লেখক ও গবেষক রবিবাবু সিংহ।

    ‘শ্রী শ্রীরাধাতত্ত্ব’ বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি ও লেখক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ। আলোচনা শেষে শ্রীধাম বৃন্দাবনস্থ শ্রী শ্রী রাধামাধবজিউ মন্দির সেবা সমিতি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সমরজিত সিংহের উদ্যোগে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা। সবশেষে বাংলাদেশ বিষ্ণুপ্রিয়া মণিপুরী নটপালা পরিষদের উদ্যোগে মণিপুরী নটসংকীর্তন অনুষ্ঠিত হয়।