কমলগঞ্জে মণিপুরী বর্ণমালা ও ভাষা শিক্ষা স্কুলের পুরষ্কার

    0
    243

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জানুয়ারী,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর মণিপুরী কমপ্লেক্সে শুক্রবার(২২জানুয়ারী) মণিপুরী ভাষা ও গবেষণা উন্নয়ন সংস্থা পরিচালিত মণিপুরী বর্ণমালা ও ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুরী স্কুলের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মণিপুরী অধ্যুষিত বিভিন্ন অ লে মণিপুরী বর্ণমালা ও ভাষা শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে ৭ টি অনিয়মিত মণিপুরী স্কুল পরিচালিত হচ্ছে।

    গত ১৫ জানুয়ারী ২০১৬ তারিখে একযোগে এই ৭ টি স্কুলে যৗথ স ালনায় অনুষ্ঠিত বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে ১১৯ মণিপুরী শিক্ষার্থীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে এবং অথোঙাম প্রহলাদ ও অয়েকপম অঞ্জুর যৌথ স ালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লেখক ও গবেষক হামোম তনুবাবু, মণিপুরী কালচালে কমপ্লেক্স পরিচালনা কমিটির আহবায়ক জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক এম. বীরেন্দ্র সিংহ, ইমা বাংলাদেশের চেয়ারম্যান খোইরোম ইন্দ্রজিৎ ও আমেরিকা প্রবাসী মণিপুরী কমিউনিটি নেতা অয়েকপম বিজন।

    মূল পুরস্কারের অর্থমূল্য এবং অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেন অয়েকপম বিজন। এছাড়া সকল শিক্ষার্থীদের নিলিমা এস সি সিনহা ট্রাস্টের পক্ষ থেকে শ্রী এস সি সিনহার সৌজন্যে এবং বীর মুক্তিযোদ্ধা মনমোহন সিংহের সহায়তায় বিভিন্ন শিক্ষা উপকরন এবং খাতা ও কলম বিতরণ করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল সিংহ শ্যামল। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন খোইরোম কামিনী কুমার সিংহ, মনমোহন সিংহ প্রমুখ। পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।