কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জানুয়ারী,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার, রানীরবাজার, নৈনার পার ও পাত্রখোলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি মামলায় ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম এর নেতৃত্বে এসব জরিমানা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার, রানীরবাজার, নৈনার পার ও পাত্রখোলা বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন হাটবাজারের হোটেলের নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, অবৈধ পার্কিং, অবৈধ দখল, ট্রেড লাইসেন্স না থাকা, ডিলিং লাইসেন্স না থাকা, ওজনে কম দেয়া সহ বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।

    এ সময় কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত অভিযানের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এটি একটি নিয়মিত অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে কথা বলে সচেতন করা হয় বলে জানান।