কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানের জরিমানা

    0
    168

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুন,শাব্বির এলাহী:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মোদী দোকানীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৯ জুন) বেলা দুইটায় নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদালত পরিচালনা করেন।
    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভানুগাছ বাজারের মোদী দোকানী জয়ন্ত পালের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই রেখে বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পার্শ্ববর্তী স্বর্ণজ্যোতি পালের দোকানে কিছু মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ও ইউনানী ঔষধের নামে “ সোলারজিন পিন” নামক এনার্জি পানীয় বিক্রির দায়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
    নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আদালত পরিচালনা করে দুই দোকানীর জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি রমজান মাসের চলমান একটি কার্যক্রম। তিনি আরও বলেন সোলারজিন পিন নামক পানীয়টি এনার্জি পানীয় আদলে হলেও মাদক বলে মনে হয়েছে।