কমলগঞ্জে ব্র্যাকের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

    1
    273

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৯ফেব্রুয়ারী,শাব্বির এলাহীমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান, মধ্যভাগ ও জালালপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাকের সহযোগিতায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ও ১৮ ফেব্র“য়ারী দুই দিন ব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পেইন পরিচালনা করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের বিএফএ নিখিল মনি সিংহ।

    এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর সোশ্যাল কমিউনিকেটর সুরেশ কুমার ঘোষ, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচীর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. হুয়ায়ুন কবির, হোমেরজান গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি মো. রহমত মিয়া, জালালপুর গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি মো. মোস্তফা, মধ্যভাগ গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি মো. আমান উদ্দিন।

    ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ বিনামূল্যে ৩৫০ টি অতিদরিদ্র পরিবারের ৪০০ টি গরুকে গলাফুলা ও তরকা রোগের ভ্যাকসিন, ১০০ টি ছাগলকে পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়।