কমলগঞ্জে ব্র্যাকের “ছাত্রবন্ধু”কর্মসূচি

    0
    341

    আমারসিলেট 24ডটকম ,২৩সেপ্টেম্বর ,শাব্বির এলাহী : মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্টানে নিয়মিত উপস্থিতি,ঝরে পড়া রোধ,বিদ্যালয়ের সমাপনী পরীক্ষাসহ সকল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে ও বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী সংস্থা ব্র্যাক “ছাত্রবন্ধু” কর্মসূচি শুরু করেছে।এ কর্মসূচির অংশ হিসাবে গত ১৯সেপ্টেম্বর থেকে ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহের পরিচালনায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৩৪ চৌত্রিশ)জন শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত বিদ্যালয়ে তিনদিনব্যাপী  ইংরেজি ওরিয়েন্টেশন পরিচলিত হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিলাল সিংহ জানান, “ছাত্রবন্ধু” কর্মসূচি কমিউনিটির মানুষকে সেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুনিশ্চিতভাবে অতিক্রম করতে সহযোগীতা করতে পারবে। ব্র্যাক সূত্রে জানা যায়, ২০০৭ সাল থেকে টাঙ্গাইলে “ছাত্রবন্ধু” কর্মসূচি শুরু হয়ে বর্তমানে দেশের ৪৭টি জেলা ও ৭৬টি উপজেলায় এধরণের কার্যক্রম চলছে।