কমলগঞ্জে ব্র্যাকের আয়োজনে দারিদ্র্য হ্রাস বিষয়ক উপজেলা মতবিনিময়

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯এপ্রিলঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক এর আয়োজনে “উন্নয়ন ভাবনায় দারিদ্র্য হ্রাস: অতিদরিদ্রদের অংশগ্রহণ ও উত্তরণ” বিষয়ক উপজেলা মতবিনিময় সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্রদের বিশেষ গুরুত্ব প্রদানে করণীয় দিকগুলো চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

    কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক, মৌলভীবাজার এর সোশ্যাল কমিউনিকেটর সুরেশ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, ইত্তেফাক মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: অর্ধেন্দু শেখর রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবীব, উপজেলা সমাজসেবা অফিসার সরজিত কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোাহাম্মদ আসাদুজ্জামান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. আরিফুর রহমান, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচি, মৌলভীবাজার এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনারুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আশিক মিয়া, গ্রাম দারিদ্র বিমোচন কর্মসূচির সভাপতি রহমত আলী প্রমুখ। মতবিনিময় সভায় জিও-এনজিও সকলেই প্রতিশ্রুতিমূলক বক্তব্য দেন এবং দারিদ্র্য নিরসনে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।