কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে নির্মিত শহীদ মিনার উদ্বোধন

    0
    462

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০ফেব্রুয়ারি,কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়। মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বেলা ২টায় ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শহীদ মিনারের নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন শহীদ মিনারের সম্পূর্ণ ব্যয় প্রদানকারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টার(মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েম।
    বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক লক্ষী নারায়ন পাশীর সঞ্চালনায় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আবু সালেহ মো: সায়েম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাব্বির এলাহী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল বক্ত, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল আহমদ, টিলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি জুলফিকার আহমদ ও বিয়ানী বাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ূম।অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এসএমসি সহ সভাপতি ফাতেমা আক্তার লুবনা, শিক্ষক আতিকুর রহমান,রূহুল আমিন, মছব্বির আলী, রুবেল বক্ত প্রমূখ।
    বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টার(মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েমের পরিবার থেকে অর্থ লক্ষাধিক টাকা ব্যয়ে এ শহীদ মিনার নির্মিত হয়।