কমলগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

    0
    241

    আমারসিলেট 24ডটকম,০৪অক্টোবর,শাব্বির এলাহী:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সন্তানের জনক এক দিনমজুরের মৃত্যু হয়েছেগত বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের  মৃত নুর মিয়ার পুত্র দিনমজুর হাসিম মিয়া(৩১) স্থানীয় কাঠালকান্দি বি.জি.বি.ক্যাম্পের টিউবওয়েল থেকে পানি নিয়ে ফেরার পথে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া খোলা তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়কমলগঞ্জ থানা সূত্রে ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, একই গ্রামের মৃত আচান মিয়ার পুত্র নজব আলী(৬০)  বি.জি.বি.ক্যাম্প সংলগ্ন তার মুদিদোকান থেকে গোপনে প্রায় ৩০০মিটার দুরবর্তী নিজ বাড়ি পর্যন্ত  খোলা তারের মাধ্যমে অবৈধ সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করে আসছে

    ঘটনার দিন সন্ধ্যায় হাসিম মিয়া খাওয়ার পানি আনতে  কাঠালকান্দি বি.জি.বি.ক্যাম্পে যায়যাওয়ার সময় লোডশেডিংয়ে  বিদ্যুৎ না থাকায় সে খোলা তারে বিদ্যুৎ সংযোগ আছে কিনা বুঝতে পারেনিফেরার সময় বিদ্যুৎ চলে আসায় তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে সে মারা যায়খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক এস,আই,আনজির আহমেদেও নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য নিহতের লাশ নিয়ে যায়এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইন-চার্জ(ওসি) নীহার রঞ্জন নাথ জানান,এঘটনায় গতকাল শুক্রবার নিহতের ভাই মানিক মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  তবে ঘটনার পর থেকে নজব আলী পলাতক রয়েছে