কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫এপ্রিল,শাব্বির এলাহীঃ বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১৪২২ বাংলাকে বরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ মঙ্গলবার সকাল ১০টায় বাঙ্গালীর ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, গামছা, নববর্ষের বর্ণিল সাজে সজ্জিত ফতোয়া, পাঞ্জাবি, পায়জামা, ধুতি পড়ে হাজার হাজার নারী-পুরুষ, স্কুল-কলেজ, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মী, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এক বিশাল শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার নের্তৃত্বে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো: আনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালীতে বাংলার ঐতিহ্যবাহী হাতি, রাজা-রানী, বর-কনের বিয়ের দৃশ্য প্রদর্শিত হয়। এছাড়া অনেকেই কৃষকের বেশে লাঙ্গল-জোয়াল কাঁধে নিয়ে, কেউ জেলে সেজে নেচে-গেয়ে আনন্দ করেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বর্ষবরন উপলক্ষে বসে বিশাল বৈশাখী মেলা। মেলায় গ্রাম বাংলার হারানো দ্রবাদিসহ বিভিন্ন রকম পিঠার স্টল বসে। দিনব্যাপী মেলায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র।

    অপরদিকে এদিকে আদমপুর ইউনিয়নের নইনারপার বাজার সংলগ্ন মাঠে “নকশী কাঁথা”র উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া। রাত ৮টায় অনুষ্ঠিত হয় গুনীজন সম্মাননা ও আলোচনা সভা। নকশী কাঁথার সভাপতি লেখক-সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক হোসেন এবং রনজিত অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, ক্যাপ্টেন ইব্রাহিম একাডেমি, সিলেট এর অধ্যক্ষ মোছা: বদরুন নাহার, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মোস্তফা কামাল। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে জগৎসী গোপাল কৃষ্ণ এম. সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, কৃষি বিজ্ঞানে ডা. গৌছ আলী, নাট্য ও শিল্পকলায় সুভাশিষ সমীর, ব্যবসায় ইমাম উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। সবশেষে ব্যান্ড শো বৈশাখী কনসার্ট ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত হাজারো লোক অনুষ্ঠান উপভোগ করেন।

    এছাড়া পতনঊষার, শমশেরনগর সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠিত হয়।