কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ফুটবল প্রতিযোগিতা শুরু

    0
    728

    কমলগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শনিবার(৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কমিটি ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক মো: হেলাল উদ্দীন,মোশাহিদ আলী ও সানোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ আওয়ামীলীগ সভাপতি মেসাদ্দেক আহমদ(মানিক), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফুর রহমান, কমলগঞ্জ থানার বিদায়ী ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম, ও কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

    কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শুরুতেই কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, পালকীছড়া সিডিএসপি বিডি-৪০৯ খ্রিস্টান মিশনের শিক্ষার্থীরা, স্কাউট ও গার্লস গাইড সদস্যরা শারীরিক কসরত প্রদর্শণ করে। কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন মিলিয়ে ১০টি দল নিয়ে কমলগঞ্জে এ প্রতিযোগিতার শুরু হয়।

    আলোচনা সভা শেষে প্রধান অতিথি অতিথি অধ্যাপক মো: রফিকুর রহমান অতিথিদের নিয়ে মাঠে প্রবেশ করে প্রথমে উদ্বোধনী দল কমলগঞ্জ পৌরসভা ও ১নং রহিমপুর ইউনি দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। পরে প্রধান অতিথি অধ্যাপক রফিকুর রহমান ফুটবলে কিক দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।