কমলগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

0
920

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দু’দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে । হিউম্যান কনসাল্ট এর উদ্যোগে ও ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৯মার্চ) সকাল ১০ টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর পরিচালক ব্যারিষ্টার ওয়াসিম আহমেদ। ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আনহার আলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর কাউন্সিল রুহেল আহমেদ, ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক সাংবাদিক আসহাবুজ্জামান শাওন সাংবাদিক আশরাফ সিদ্দিকী পারভেস, সমাজ সেবক তানিম আহমেদ, অপু আহমেদ, জালাল উদ্দীন প্রমুখ ।

দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ শতাধিক গরীব অসহায় রোগীর চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এর আগে (১৮ মার্চ) বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে। দু’দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা: আহমেদ জুবায়ের মাহদী ও ডা ইসরাত জাহান নায়লা।