কমলগঞ্জে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা

    0
    237

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩জানুয়ারীঃ  কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। রোববার সকালে মৌলভীবাজারের বিচারিক হাকিম ৩ নম্বর আমল আদালতে এ মামলা হয়েছে। তবে শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ এ অভিযোগ অস্বীকার করেছেন।

    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শমশেরনগর বাজারের ওয়েল্ডিং কারখানার মালিক মুক্তিযোদ্ধা সন্তান ইদ্রিছ আলীকে অহেতুক হয়রানী করতে নানাভাবে চেষ্টা চালান। তার অংশ হিসাবে গত বছর অক্টোবর মাসের ১৫ তারিখ শমশেরনগর ইউনিয়নের মরাজানের পার গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জাহেরা বেগম (৩২)-কে দিয়ে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি ধর্ষণ মামলা করেন।

    এ মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ আহমদ শনিবার বেলা আড়াইটায় সিপাহী সোহেল  রানাকে দিয়ে ব্যবসায়ী ইদ্রিছ আলী (৩৫)-কে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে আটকিয়ে রেখে নগদ ৪০ হাজার টাকা না দিলে বিপদ হবে বলে হুমকি দেন।

    অন্যতায় এ মামলার সাথে মাদক দিয়েও আদালতে প্রেরণ করার হুমকি দেওয়া হয়।

    পরবর্তীতে শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর রাত সাতটায় ব্যবসায়ীকে পুলিশ ফাঁড়ি থেকে ছাড়িয়ে নেন।

    এ ঘটনায় ব্যবসায়ী ইদ্রিছ আলী বাদি হয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ আহমদ ও সিপাহী সোহেল রানাকে আসামী করে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন।

    তবে আদালতে ব্যবসায়ীর মামলা সম্পর্কে শমশেরনগর ফাঁড়ির এসআই ফরিদ আহমদ বলেন, এই অভিযোগ মিথ্যা। ইদ্রিছ আলীর উপর মামলার তদন্ত বিষয়ে জানতে কথা হয়েছিল। তবে এই সময়ে আরও লোকজন ছিলেন। কোথাও কোন চাঁদা দাবি করা হয়নি।