কমলগঞ্জে পাচারকালে সেগুন গাছ আটক

    0
    419

    বিট কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪অক্টোবর,শাব্বির এলাহী:  মৌলভীবাজারের কমলগঞ্জে সেগুনগাছ কেটে পাচারকালে আটকের খবর পাওয়া গেছে। জানা যায়,শনিবার(৩অক্টোবর )ভোর রাতে রাজকান্দি বনরেঞ্জের আদমপুর বনবিটের সংরক্ষিত বনা ল থেকে মুল্যবান সেগুন গাছ কেটে পাচারকালে কাউয়ারগলা এলাকায় স্থানীয় জনতারা দেখে ফেলায় আদমপুর বিট কর্মকর্তা রবীন্দ্র সিংহ গাছ আটক করে স্থানীয় সাজ্জাদ মিয়ার বাড়ীতে রাখেন।

    আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া অভিযোগ করেন, বিট কর্মকর্তা রবীন্দ্র সিংহের যোগসাজশে তারই নিজস্ব ডিউটিম্যান এই মূল্যবান গাছ কেটে পাচারকালে স্থানীয় জনতা দেখে ফেলায় গাছ আটকের নামে একটি বাড়ীতে জমা রাখে। দীর্ঘদিন থেকে রবীন্দ্র সিংহ তার লোকদের নিয়ে এভাবে গাছ কেটে বনা ল ধ্বংস করে আসছে।

    এ বিষয়ে রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা গাছ আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিট অফিসার কোনভাবেই গাছ পাচারের সাথে জড়িত নয় । পরিবহন সুবিধা না পাওয়ায় তাৎক্ষণিক ভাবে আটককৃত গাছ বিট অফিসে নেওয়া সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।  বিট অফিসারের বিরুদ্ধে গাছ পাচারে যোগসাজশের অভিযোগের ব্যাপারে কথা বলতে চাইলে আর মোবাইল ফোন(০১৭১৬৮৪৭০০৫) বন্ধ পাওয়া যায়।