কমলগঞ্জে ধান ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮মে,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ দোকানে এক ধান-চাল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ (মোকামবাজার) এলাকায় মধ্যভাগ গ্রামের মৃত আবরু মিয়ার ছেলে ধান-চাল ব্যবসায়ী ইয়াছিন মিয়া ওরপে মমরুজ মিয়া (৫০) প্রতিদিনের মত বাড়িতে রাতের খাবার শেষে বুধবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়। বৃহষ্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল হকের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায়, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে পারিবারীক কলহের জের বা ব্যবসায়ীক কোন কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।

    কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক গলায় ফাঁস দিয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা স্বীকার করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা বুঝা যাবে।