কমলগঞ্জে দরিদ্র মহিলাদের মধ্যে ছাগল বিতরণ

    3
    448

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জে  পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে হীড বাংলাদেশ কর্তৃক দারিদ্র মহিলাদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় হীড বাংলাদেশ মুন্সীবাজার শাখায় প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে ছাগল বিতরণ করেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

    হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও হীড বাংলাদেশ মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, টিবি কন্ট্রল প্রোগ্রামের এম এন্ড ই অফিসার মিজানুর রহমান।

    বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মন্নান, কৃষি কর্মকর্তা রনজয় কৈরী, হিসাব কর্মকর্তা অসীম মজুমদার, ফিল্ড কর্মকর্তা প্রদ্যুত কুমার দেব, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল, আব্দুর রহিম ও সুবল চন্দ্র বর্মন প্রমুখ।

    অনুষ্ঠানে মিরতিংগা চা বাগানের ১০জন চা শ্রমিক মহিলাকে ২টি করে ২০টি ছাগল বিতরণ করা হয়। যার মূল্য ৬০ হাজার টাকা। এছাড়া ছাগল রক্ষণাবেক্ষনের জন্য প্রতি জনকে ২ হাজার টাকার করে ২০ হাজার টাকার প্রদান করা হয়।