কমলগঞ্জে ডিজিটাল মেলা ও ইন্টারনেট মেলা অনুষ্ঠিত

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৮সেপ্টেম্বর: মৌলভীবাজারের কমলগঞ্জে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

    সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইফতেখায়ের হোসেন ভূঁঞার স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার মো. শামসুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম, ইউআরসির ইন্সট্রাক্টর মোজাম্মেল হক, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী এস এম হাসনাত হাসান, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন প্রমুখ।

    মেলায় প্রত্যেক ইউনিয়ন থেকে একটি করে স্টলসহ সরকারের বিভিন্ন বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৫টি স্টল দেয়া হয়েছে। অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে দেখেন। এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।