কমলগঞ্জে ছাত্রীর লাশ নদীতেঃদেলওয়ারকে আসামি করে মামলা

    0
    283

    “আটক দেলওয়ারকে আসামী করে মামলা দেখিয়ে জেলহাজতে প্রেরণ,শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান”

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩আগস্ট,শাব্বির এলাহী,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে রাবিনা বেগম নামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে হত্যার পর লাশ ধলাই নদীতে ফেলে দেওয়ার ঘটনায় হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও ইউনিয়নবাসী রবিবার (১৩আগষ্ঠ) সকাল ১১টায় কমলগঞ্জে মানববন্ধন শেষে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে। ৯ম শ্রেণির ছাত্রীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ায় ঘটনায় ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়সহ পুরো ইসলামপুর এখন বিক্ষোব্দ।
    জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রী রাবিনা বেগমকে প্রেমের ফাঁদে ফেলে গত ১২ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে আটকিয়ে রেখে হত্যা করে পরে লাশটি ধলাই নদীতে ফেলে দিয়েছিল। নিহত ছাত্রীর বাবা মুসলিম মনিপুরী পাঙ্গাল সম্প্রদায়ের দরিদ্র কৃষক কায়াম উদ্দীন গতকাল শনিবার জানান, শুক্রবার রাত ১টায় তিনি আটক দেলওয়ার হোসেনকে আসামী করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি ঘাতক দেলওয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    এদিকে ছাত্রী রাবিনা বেগম হত্যা কান্ডের ঘটনায় সন্দেহমূলক আটক দেলওয়ার হোসেনকে আটকের পর তার স্বীকারোক্তি ও শুক্রবার হত্যাকান্ডের স্থান ও কোন স্থানে লাশ ফেলেছিল তা পুলিশকে দেখানোর পর থেকে ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীর সাথে পুরো ইসলামপুর ইউনিয়নবাসী এখন বিক্ষোব্দ। তারা গ্রেফতার হওয়া হত্যাকারী দেলওয়ারের সাথে আরও কেউ জড়িত থাকলে তাকেও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

    ইসলামপুর ইউনিয়নের মখাবিল গ্রামের আব্দুল খালিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এজন্য ইউনিয়নবাসী রবিবার স্মারকলিপি নিয়ে কমলগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করার চিন্তা ভাবনা করছেন। ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ খুরশেদ আলীও গ্রেফতার হওয়া হত্যাকারী দেলওয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, এ ধরনের ঘটনা কমলগঞ্জ উপজেলায় প্রথম। তাই এখন সর্ব মহলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
    শুক্রবার রাতে স্কুল ছাত্রী রাবিনা বেগম হত্যা মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম বলেন, আটক দেলওয়ার হোসেনকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। আর মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপ পরিদর্শক মো: আজিজুর রহমানকে। তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক আজিজুর রহমান বলেন, খুবই গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করে দেখা হবে।