কমলগঞ্জে গাছে পান চাষ বিষয়ক মতবিনিময়

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জানুয়ারীঃ আদিবাসী নারী পুরুষ খাসিয়াদের নিয়ে গাছে পান চাষ বিষয়ক এক মত বিনিময় সভা বুধবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন গবেষনাগারে অনুষ্ঠিত হয়।

    চট্রগ্রাম বন গবেষনা কেন্দ্রের সিনিয়র গবেষক মিসেস নুসরাত জাহানের সভাপতিত্বে গাছে পান চাষ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের বন গবেষনা কেন্দ্রের গবেষনা কর্মকর্তা মাসুদ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাউয়াছড়া বন গবেষনা কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ফিলা পত্মী।

    মত বিনিময় সভায় কয়েকটি খাসিয়া পুঞ্জির ৬০ জন খাসিয়া নারী পুরুষ অংশ গ্রহন করেন। লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ফিলা পত্মী জানান, এ মত বিনিময় সভার মাধ্যমে বনা লের গাছের কোন প্রকার ক্ষতি না করে সহজে গাছে পান চাষ করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মত বিনিময়ের মাধ্যমে পান চাষী খাসিয়ারা উপকৃত হবেন বলে তিনি জানান।