কমলগঞ্জে গণতন্ত্র বিষয়ক নারী ও যুবক সমাবেশ

    0
    165

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০সেপ্টেম্বর,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জে গণতন্ত্র বিষয়ক নারী ও যুবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ডি. আই রাজনৈতিক ফেলো মুন্না মিত্রের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুর রহমান।

    উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী মাজেদা কোরেশী, কলেজ ছাত্রলীগের আহবায়ক সজীব আলী সাকের, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জহির আলম, কলেজ ছাত্রলীগ নেত্রী সুমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম এ্যাসিস্টেন্ট প্রিয়াংকা মজুমদার উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে দলটির কার্যকর ভূমিকা রয়েছে। তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক গনতন্ত্র চর্চ্চা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দল চলতে হবে।

    উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ডি. আই রাজনৈতিক ফেলো মুন্না মিত্রের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের তৃণমূল পর্যায়ের অর্ধশত নেতানেত্রী ৫টি দলে বিভক্ত হয়ে দলে মনোনয়ন প্রদানে কমিটিগুলোর করণীয়, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কী  কী বিষয় প্রধান্য দেওয়া উচিৎ, দলীয় কাউন্সিলে ব্যক্তিগত সুপারিশ, কমিটিতে ৩৩ শতাংশ নারী কোটা পূরণসহ দলীয় গঠনতন্ত্রের বিভিন্ন বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা করা হয়।