কমলগঞ্জে এলজিইডির ২৫টি গাছ কেটে নিয়েছে দুবৃর্ত্তর

    0
    213

    আমারসিলেট24ডটকম,৯এপ্রিল,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) রোপনকৃত রাস্তা থেকে ২৫টি আকাশমনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।  মঙ্গলবার ভোর রাতে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়ায় ঘটেছে।  এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

    জানা যায়, কমলগঞ্জ উপজেলা এলজিইডি বিভাগের  আওতাধিন রহিমপুর ইউনিয়নের বাবুর বাজার-দেওড়াছড়া রাস্তাটি থেকে গত ২/৩ বছর আগে বন বিভাগের সহযোগীতায় কয়েকশত আকাশ মনি গাছ রোপন করে। রোপনকৃত গাছগুলো গত ৩ বছরে মোটামুটি বড় হয়েছে। মঙ্গলবার ভোর রাতে কে বা কারা দেওড়াছড়া নামক স্থানে থেকে এক সাথে প্রায় ২৫টি গাছ কেটে নিয়ে গেছে। এতে করে এলজিইডি বিভাগ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

    কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমাদের রোপনকৃত গাছগুলো কেটে নেয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হবে।