কমলগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জুলাই,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জে উল্টো রথ টানার মাধ্যমে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সমাপ্ত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে উল্টো রথযাত্রাটি বের হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ উল্টো রথ টানে অংশ নেন।

    শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ীতে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল- মঙ্গল আরতি, দর্শন আরতি, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি। এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান সহ মাধবপুর, আদমপুর, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর, ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। বিশেষ করে কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত অ লগুলোতে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ আয়োজন করা হয়ছিল বিশেষ অনুষ্ঠানমালার।

    কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, গৌরভক্ত সংঘের সংঘাধ্যক্ষ অবিনাশ পাল ও সচিব ভূষণ রায় জানান, কমলগঞ্জের কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী এই রথযাত্রা উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে অংশগ্রহণ করে।”

    কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে কমলগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।

    কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে গত ১৮ জুলাই শনিবার বিকাল ৪ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব-২০১৫ এর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। গতকাল ২৬ জুলাই রোববার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়।