কমলগঞ্জে উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল

    0
    286

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮এপ্রিল,শাব্বির এলাহী: বিপুল উৎসাহ উদ্দীপনার আর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ইসলাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটস সভাপতি ও কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঁঞা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোরমা দেবী, মো. নাফিউন নুর, স্কাউটসের মৌলভীবাজার জেলা সম্পাদক আব্দুল ওয়াহিদ।

    দ্বিতীয় অধিবেশনে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সভাপতি ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলীকে সম্পাদক করে বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি পদে কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, তেতইগাঁও রশিদ উদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, নাজির হাসান দাখিল মাদ্রাসার সুপার মাও: শামছুল হক, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাঁঠালথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী,  কমিশনার পদে এম, এ, ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ছয়কুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়ছল আল কয়েছ চৌধুরী, সহকারী কমিশনার পদে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছুবহান,  আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, এএটিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর রহমান বাপ্পী, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা মুন্নী, যুগ্ম সম্পাদক পদে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাহউদ্দিন, উপজেলা স্কাউটস লিডার পদে কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ, উপজেলা কাব লিডার পদে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, প্রতিনিধি সদস্য পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার, গ্র“প সভাপতি (মাধ্যমিক) পদে এএটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, গ্র“প সভাপতি (প্রাথমিক) পদে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস খান, পূর্ব জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী এবং সহযোজিত সদস্য পদে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বিলকিস বেগম, গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিন্হাকে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করে কমলগঞ্জ উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়। ত্রি-বার্ষিক কাউন্সিলে কমলগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ৩৩২ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন।