কমলগঞ্জে ইউপি সদেস্যকে হামলাকারী উমেদ গ্রেফতার

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭সেপ্টেম্বর,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে বাড়ি ফেরার পথে ডাকাতের হামলায় আলীনগর ইউপি সদস্য সুকুমার দেবনাথ গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত মূল আসামি চিৎলীয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে এলাকার চিহ্নিত ডাকাত উমেদ মিয়া (৩৮) কে গত শনিবার রাত পৌনে ৯টায় সুনছড়া চা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এস আই জাহিদুল হক গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। উমেদ ডাকাত গ্রেফতার হওয়ায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

    এদিকে উমেদ ডাকাতকে পুলিশ গ্রেফতার করে থানার নিয়ে আসার পর শনিবার রাত ১০টায় সুনছড়া চা বাগান এলাকায় উমেদ ডাকাতের ছোট ভাই সমুজ মিয়া (৩০) ও তার ভাতিজা আহাদ মিয়া সুনছড়া বাজারের ব্যবসায়ী যোগীবিল গ্রামের বিপুল দেবনাথ ও ব্যবসায়ী দর্শন কর্মকারকে মারপিট করে আহত করে। ডাকাতদের হামলায় আহত দর্শন কর্মকার স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আহত ব্যবসায়ী বিপুল দেবনাথকে শনিবার রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে যোগীবিল গ্রামের হিন্দু সম্প্রদায় ও ইউপি সদস্য সুকুমার দেবনাথের আত্মীয় স্বজনকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করছেন।

    কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান জানান, ইউপি সদস্যের দায়েরকৃত মামলার মূল আসামী কুখ্যাত ডাকাত উমেদ মিয়াকে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের জোর তৎপরতা রয়েছে।

    উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সোমবার রাত ১০টার দিকে আলীনগর ইউনয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশুতোষ দেবনাথ স্থানীয় ইউপি সদস্য সুকুমার দেবনাথকে সাথে নিয়ে সুনছড়া চা বাগান এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সুনছড়া চা বাগানের বাজার লাইনে ব্রহ্ম মন্দিরের পাশে রাস্তায় পূর্ব থেকে ওত পেতে থাকা চিৎলীয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে এলাকার চিহ্নিত ডাকাত উমেদ মিয়া (৩৮) এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৪/৫ জন লোক ধারালো দা দিয়ে ইউপি সদস্য সুকুমার দেবনাথ (৫৭) এর মাথায় কুপ মারে তার পকেটে রক্ষিত নগদ প্রায় ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ইউপি সদস্য মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত জখমপ্রাপ্ত হন।

    পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোমবার রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। ইউপি সদস্যের মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে এবং শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য সুকুমার দেবনাথ বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর তারিখে উমেদ মিয়াকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা (নং ১১) করেন। উমেদ মিয়ার বিরুদ্ধে ডাকাতি সহ অনেক মামলা থানা ও আদালতে বিচারাধীন আছে।