কমলগঞ্জে অবৈধ কাঠ আটক

    0
    191

    আমার সিলেট  24 ডটকম,১৬নভেম্বর,শাব্বির এলাহীকমলগঞ্জে সরকারী খাস টিলা থেকে কেটে নেওয়া প্রায় দুই লাখ টাকা মুল্যের সেগুন, গর্জন ও জারুল কাঠ জব্ধ করেছে স্থানীয় বন বিভাগ।জানা যায়, কমলগঞ্জের পাহাড়ি এলাকা রাজকান্দির সরকারী খাস টিলা থেকে গর্জন গাছ কেটে নেয় স্থানীয় এক কাঠ ব্যবসায়ী। গত কয়েক দিনে এসব গাছ কেটে পাচার করা জন্য আদমপুর বাজারে ডিপো করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আদমপুর বাজারস্থ ডিপোতে অভিযান চালান। এ সময় ডিপো থেকে ২টা সেগুন, ১৭টি গর্জন ও ৫টি জারুল গাছ জব্দ করা হয়। কাঠ জব্ধ করার কথা স্বীকার করে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গাছের মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদের কিছু কাগজপত্র দেখান,তবে এ গুলো যাচাই বাছাই করে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।