কমলগঞ্জের মাধবপুর বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি

    0
    235

    আমারসিলেট24ডটকম,১২মে,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ৬৫৫ জন শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সরকারের সেকায়েপ প্রকল্পের আওতায় ২০১৩ শিক্ষাবর্ষের জুলাই-ডিসেম্বর প্রান্তিকের ৬ লক্ষ ৪১ হাজার ৮২০ টাকা উপবৃত্তি বিতরণ করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপবৃত্তি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ শফিকুর রহমান জহুরের সভাপতিত্বে ও সহ: প্রধান শিক্ষক আব্দুল মুনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. পনিরুজ্জামান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, পদ্মছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক রাশেদুল হাসান রনি, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলী, অগ্রণী ব্যাংক লি: ভানুগাছ শাখার ব্যবস্থাপক লুৎফুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান, সহ: প্রধান শিক্ষক আব্দুল মুনিম, শিক্ষার্থী নুরুন্নাহার লুবনা প্রমুখ।

    অনুষ্ঠানে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ৬৫৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেকায়েপ প্রকল্পের আওতায় ৬ লক্ষ ৪১ হাজার ৮২০ টাকা উপবৃত্তি বিতরণ করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষা সুযোগ নয়, এটি অধিকার।