কমলগঞ্জের কুরমা বনবিটে চাঁদা দাবির অভিযোগঃআহত-৩

    0
    199

    আমারসিলেট24ডটকম,২৬এপ্রিল,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জের অধীন কুরমা বনবিট অফিসে স্থানীয় কতিপয় বখাটে বৈশাখী মেলা করার নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার দুপুর ১১টায় চাঁদা আদায়কারীরা বনবিটে ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে।

    জানা যায়, উপজেলার গোলের হাওর এলাকার মতিউর রহমান, সাজ্জাদ আলী, সত্তার মিয়া, সেলিম মিয়া, ইয়ারত মিয়া, দৌলত মিয়া ও কবির মিয়া কুরমা বনবিট অফিসে কর্মরত সহকারী বিট কর্মকর্তা খায়রুল ইসলামের কাছে বৈশাখী মেলার নামে চাঁদা দাবি করে। সহকারী বিট কর্মকর্তা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদা আদায়কারীরা হামলা চালিয়ে সহকারী বনবিট কর্মকর্তা খায়রুল ইসলাম, বনপ্রহরী চন্দন গোস্বামী, বাবুর্চি দুধু মিয়া আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় সহকারী বনবিট কর্মকর্তা শাহান শাহা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ করে চাঁদা দাবির একটি লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়াধিন রয়েছে। অভিযোগ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।