কমলগঞ্জের ইসকনের বিশেষ সনাতন ধর্ম সম্মেলন

    0
    386

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯নভেম্বর,কমলগঞ্জ প্রতিনিধিঃ      আজ রোববার (১৯ নভেম্বর) ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্টিত হয়েছে সনাতন ধর্ম সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
    এদিন সকাল ৭ টায় দর্শন আরতি ও গুরু পূজার মধ্য দিয়ে অনুষ্টান সূচির প্রথম পর্ব শুরু হয়। সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ এর রাষ্ট্রীয় ও ধর্মীয় অতিথিরা অংশগ্রহণ করেন। শ্রীমদ্ভাগবত পাঠ, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা ও হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, বিদেশী অতিথিবৃন্দের অভ্যর্থনা শেষে সাড়ে ৪টায় ইসকন বাংলাদেশ এর সহ সভাপতি ও সিলেট ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সনাতন ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম,মোসাদ্দেক আহমেদ মানিক ও পৌর মেয়র জুযেল আহমেদ।

    সম্মেলনে ইসকনের ভারতীয় ধর্মগুরু পুরুষোত্তম স্বামী মহারাজ, নাড়ু গোপাল দাস কীর্তনিয়া, ইসকন,বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী শ্রী রতেœশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী সনাতনীয় ধর্মের আলোচনা করেন ও বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রাথনা করা হয়। সবশেষে ইসকন, সিলেট বৈদিক নৃত্যানুষ্টান ও নাটক পরিবেশন করে।
    পাত্রখোলা চা- বাগানে দেশি-বিদেশি ধর্মীয় অতিথিদের আগমনে প্রথমবারের মতো আয়োজিত এ ধর্মীয় সম্মেলন প্রায় ত্রিশ হাজার ভক্ত-পূজারীদের সমাগম ঘটেছে।