কমলগঞ্জের আদমপুর শাখার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিখোঁজ

    0
    353

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জুলাই,শাব্বির এলাহী: ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যেতে কর্মস্থল থেকে বের হয়ে গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামীণ ব্যাংক শাখার কর্মকর্তা (২য় স্বাক্ষরকারী) মিজানুর রহমান। গত শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে আটটায় শাখা ব্যবস্থাপকের সাথে শেষ সাক্ষাত করে বের হলেও রোববার পর্যন্ত (১৯ জুলাই) গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে পৌছেননি গ্রামীণ ব্যাংক শাখার এ কর্মকর্তা। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমানের নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
    জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর শাখা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা (২য় স্বাক্ষরকারী) মিজানুর রহমান গত ১৭ জুলাই তার স্ত্রী তাছলিমা রহমান জাকিয়া ও ৩ সন্তানকে নিয়ে হবিগঞ্জ শহরে আসেন। শহরের ২ নং পুল এলাকার তার শ্বশুড়ের বাসায় অসুস্থ স্ত্রী ও সন্তানদের রেখে সকাল ১১টায় গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জের শিবপাশার উদ্দেশ্যে রওয়ানা দেন। এর পর থেকে তার আর কোন খোঁজ মেলেনি। এ ব্যাপারে মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭১১৯১১৪৭৬ ও ০১৭০৯৪৩৪৭৯৭) বারবার যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তার স্ত্রী তাছলিমা রহমান জাকিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করেন (জিডি নং-৮১৮/তারিখ: ১৭-০৭-২০১৫)। এ ব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
    শনিবার (১৯ জুলাই) বিকেলে নিখোঁজ শাখার কর্মকর্তা (২য় স্বাক্ষরকারী) মিজানুর রহমান এর স্ত্রী তাসলিমা রহমান জাকিয়া মুঠোফোনে (০১৭১৩-৮১৬৯৮৩) আলাপকালে জানান, মিজানুর রহমান গত জানুয়ারী মাসে কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামীণ ব্যাংক শাখায় যোগদান করেছিলেন। গ্রামের বাড়িতে বাবা মা ও ভাই বোনদের সাথে ঈদ উদযাপন করতে তিনি বিধি মোতাবেক ছুটি গ্রহন করে ১৭ জুলাই শুক্রবার সকাল সাড়ে আটটায় কর্মস্থল ত্যাগ করে আমি ও আমার তিন সন্তানকে হবিগঞ্জ রেখে আজমিরিগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হন। শুক্রবার রাত পর্যন্ত তাঁর কোন খবর না পাওয়ায় আমি হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করি।
    গ্রামীণ ব্যাংক আদমপুর শাখা ব্যবস্থাপক আজিজুল হক জানান, তারা নিখোঁজ কর্মকর্তার সন্ধান করছেন। সরকারী একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিও গ্রামীণ ব্যাংকের এক শাখা কর্মকর্তার নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।