কমলগঞ্জের আদমপুর ইউপি চেয়ারম্যানের জামিন

    0
    241

    কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জের সিরাজ হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশনায় গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের দায়রা জজ আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন না মঞ্জুর হলে আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেনকে কারগারে প্রেরণ করা হয়েছিল। গত সোমবার (১০ সেপ্টেম্বর) আবার এ মামলার শুনানি শেষে আদালত জামিন দেয় আদমপুরের ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনকে।

    সোমবার শুনানি শেষে জামিন লাভ করে সন্ধ্যায় কারামুক্ত হলে মঙ্গলবার আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন এ প্রতিনিধিকে বলেন, আদমপুরের সিরাজ হত্যা মামলায় বাদিপক্ষ তাকে সন্দেহমূলক আসামী করেছিল। ২০১৭ সালের অক্টোবরে এ মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দেয়। মামলার রায়ের পর বাদিপক্ষ আবার উচ্চ আদালতে মামলাটি রিভিউ করে।

    ফলে উচ্চ আদালত নতুন করে মামলার শুনানির নির্দেশনা দেয়। সাথে সাথে তাকে(আবদাল হোসেনকে) পরবর্তী ৬০ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশনা দেয়। তিনি মৌলভীবাজার সাব জজ আদালতে হাজিরা দিলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছিলেন।

    আদালতের প্রতি সম্মান রেখে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, হাজিরার পর আবার নতুন করে শুনানি হওয়ার কথা ছিল।