কমলগঞ্জের আদমপুরে হিন্দু দোকান ভাঙ্গচুর:পুলিশ মোতায়েন

    1
    492

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬জুলাই,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যূষিত আদমপুর বাজারে তালামীয নেতার নেতৃত্বে তিনটি হিন্দু দোকানে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে ক্যাশের টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর উত্তেজনা বিরাজ করলে উত্তেজনা নিরসনে পুলিশ মোতায়েন করা হয়। সোমবার (৬ জুলাই)  বিকাল সাড়ে তিনটায় এ ঘটনাটি ঘটে।

    জানা যায়, আদমপুর বাজারে শুধুমাত্র হিন্দু ক্রেতাদের খাবারের সুবিধার্থে  স্থানীয় ইউপি চেয়ারম্যানের সম্মতিক্রমে দোকানের সামনে পর্দা টাঙিয়ে দিলিপ চা স্টল, শ্রীতমা মিষ্টি ভান্ডার ও সংসার হোটেল এন্ড রেস্টুরেন্ট রমজান মাসে খোলা রাখা হয়েছিল। সোমবার বিকাল সাড়ে তিনটায় সিলেট অ লের ইসলামী সংগঠন তালামীযের নেতা আব্দুল জলিলের নেতৃত্বে মুসল্লি পরিচয়দানকারী ৫/৬ জন লোক অতর্কিতে এই হিন্দু তিনটি দোকানে হামলা চালায়। হামলায় দরজা জানালা, খাবারের প্লেট ভাঙ্গচুর ও দোকানের ক্যাশের টাকা লুট করে নেওয়ার মত ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আদমপুর বাজারে উত্তেজনা বিরাজ করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া দ্রুত ঘটনাস্থলে আসেন।

    আক্রান্ত দোকানী দিলীপ বিশ্বাস, সুবল বিশ্বাস ও রঞ্জিত সিংহ বলেন, পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করে পর্দা টাঙিয়ে শুধুমাত্র হিন্দু ক্রেতাদের জন্য দোকানগুলো খোলা রাখা হয়েছিল। অথচ মুসল্লির পরিচয়ে তাদের দোকানে হামলা চালানো হল। তারা এ ঘটনার সুস্ঠু তদন্তক্রমে সুবিচার প্রার্থনা করেন।

    হামলায় নেতৃত্বদানকারী আব্দুল জলিলকে পাওয়া না গেলেও আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জন্য তিনি নিন্দা জানিয়েছেন। ঘটনাটি থানার পুলিশকে অবহিত করলে স্থানীয়ভাবে উত্তেজনা নিরসনে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শন লিটন চন্দ্র পাল, উপ-পরিদর্শক ফরিদ আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।